আমাদের অসুস্থতার একটি বড় অংশই অসংক্রামক রোগ। সংক্রামক ব্যাধি ভাইরাস, ব্যাক্টেরিয়া ইত্যাদি রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে এবং তা ছোঁয়াছে অর্থাৎ মানুষ থেকে মানুষে বা অন্য প্রাণী হতে মানুষে সংক্রমণ ঘটে। কিন্তু অসংক্রামক ব্যাধি রোগ জীবাণু এর মাধ্যমে হয় না উচ্চরক্তচাপ,ডায়াবেটিস,কিডনী রোগ, হার্ট এর অসুখ,হাঁপানি ইত্যাদি অসংক্রামক ব্যাধি।
অসংক্রামক রোগগুলোর জন্য সাধারণত নিয়মিত ও দীর্ঘমেয়াদী চিকিৎসা এর প্রয়োজন হয়। যদি উচ্চ রক্তচাপ এর কথা ধরি একবার এ রোগ হলে সারা জীবন ওষুধ খেতে হয় ও নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হয়। এক ই বক্তব্য ডায়াবেটিস এর বেলাতে ও সত্যি। কিন্তু এ চিকিৎসা ঠিক্মত গ্রহণ না করলে কিডনী রোগ,স্ট্রোক।হার্ট এর অসুখ হয়। এগুলোতে মৃত্যু ঝুঁকি আছে, স্থায়ী শারীরিক অক্ষমতা হবার সম্ভাবনা তৈরী হয়, জীবনভর ব্যয়বহুল চিকিৎসা নেয়া লাগে। ধরা যাক অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর অন্যতম জটিলতা কিডনী এর End Stage Kidney Disease বা দুটি কিডনী চিরতরে বিকল হয়ে যাওয়া। এ ধরণের রোগীদের হয় কিডনী প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করাতে হয় অথবা আজীবন ডায়ালাইসিস করাতে হয়। অথচ ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, চিকিৎসকের ফলো আপ এর মাধ্যমে এর একটি বড় অংশের প্রতিরোধ সম্ভব। প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম।