উচ্চ রক্তচাপ বনাম শাদা কোট উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ বনাম “শাদা কোট উচ্চ রক্তচাপ” এবং “মুখোশধারী উচ্চ রক্তচাপ” বাসাতে আপনার ব্লাড প্রেসার বা রক্তচাপ স্বাভাবিক এবং যতবার মাপেন ততবার ই স্বাভাবিক কিন্তু ডাক্তারের চেম্বারে আসলেই প্রেসার বেড়ে যায়।আপনার ডাক্তার হয়তো সিরিয়াস ভাবে আপনাকে প্রেসারের নিয়ন কানুন ও ওষুধ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন।কিন্তু বাধ সাধলো ওই বাসাতে তৈরি করা প্রেসারের চার্ট।গবেষণা বলেছে শতকরা …