কিডনী রোগ, ভেজা চোখ ও লাল টিস্যু পেপার
গেল বছরের একদিন আমি রোগীদের সাথে তাদের রোগ নিয়ে কাউন্সেলিং করছিলাম। এক পর্যায়ে একটি ছেলে তার বাবাকে হুইল চেয়ারে করে নিয়ে আসলো। তার বাবার দুইটি কিডনীই বিকল হয়ে পড়েছে। জানালাম যে, কিডনী ট্রান্সপ্লান্ট বা জীবনভর ডায়ালাইসিস এর বাইরে আর কোন চিকিৎসা অবশিষ্ট নেই। কথার ফাঁকে খেয়াল করলাম হুইল চেয়ারের হাতল ধরা সন্তানটি নীরবে লাল টিস্যু …