ডায়াবেটিস কীভাবে নির্ণয় করা হয়
১। কমপক্ষে ৮ ঘন্টা খালিপেটে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা ১২৬ মিলিগ্রাম/ডেসিলিটার বা বেশী।(অথবা ৭ মিলিমোল/লিটার বা তার বেশী)
অথবা
২। গ্লুকোজ টলারেন্স টেস্ট এ ৭৫ গ্রাম গ্লুকোজ এর তৈরী দ্রবণ খাবার ২ ঘন্টা পর রক্তের গ্লুকোজ এর মাত্রা ২০০ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার বেশী (অথবা ১১.১ মিলিমোল/লিটার বা তার বেশী)
অথবা
৩। রক্তের ৩ মাসের গ্লুকোজ বা HbA1C ৬.৫ বা তার বেশী।
অথবা
৪। দিনের যে কোন সময় বা Random Blood Glucose ২০০ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার বেশী এবং তার সাথে ডায়াবেটিস এর জটিলতা ।
Image Courtesy : Diabetes UK