হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক

১ উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার কে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলা হয়

২ বেশির ভাগ রোগীর শরীরে উচ্চ রক্তচাপ কোন উপসর্গ অনুভূত হয় না বা রোগী কোন শারীরিক কষ্ট অনুভব করে না,তাই এটি চিকিৎসা বিজ্ঞানে নীরব ঘাতক হিসেবে চিহ্নিত।

৩ নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার গোত্রের রোগ রোগীর শরীরে বাসা বাঁধলেও রোগী টের পান না ,তাই নিয়মিত পরীক্ষার মাধ্যমে একে চিহ্নিত করা যায়।

৪ জনমনে ধারণা হল হাইপারটেনশন রোগীর ঘাড় ব্যথা, মাথা ব্যাথা এ ধরণের উপসর্গ থাকবে।এই ধারণা  সর্বাংশে সঠিক নয়।

৫ নির্দিষ্ট বয়সের পর নিয়মিত রক্তচাপ মাপতে হবে।

৬ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এর কারণে স্ট্রোক, অন্ধত্ব।হার্ট এটাক,হার্ট ফেইলুর,কিডনী রোগ হয়ে থাকে।অনিয়ন্ত্রিত রক্তচাপ এর জন্য প্রতি বছর বিশ্বে ১ কোটি মানুষ মারা যান।

৭ নিয়মিত রক্তচাপ মেপে , চিকিৎসকের দেয়া প্রেসারের ওষুধ ও জীবন প্রণালী মেনে সহজেই কিডনী রোগ ,স্ট্রোক  ইত্যাদি রোগ প্রতিরোধ করা যায়।

Image Courtesy : Genetics Home Reference,US National Library of Science