ডায়াবেটিস ও এর লক্ষণ

ডায়াবেটিস ও এর লক্ষণ

ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনা আমাদের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ এশিয়াতে ডায়াবেটিস এর প্রাদুর্ভাব বেশী ও জেনেটিক কারণে আমাদের অঞ্চলের ডায়াবেটিস রোগীরা ডায়বেটিস জনিত কিডনী রোগে বেশী আক্রান্ত হয়ে থাকেন।

বাংলায় ডায়াবেটিস রোগ এর অনুবাদ করা হয়েছে বহুমূত্র।তার মানে ডায়াবেটিস রোগের রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়। এ ছাড়াও অতিরিক্ত পানি পিপাসা, ক্ষুধা বেড়ে যাওয়া সত্ত্বেও শরীরের ওজন কমে যাওয়া ডায়াবেটিস এর প্রধান্ লক্ষণ।ডায়াবেটিস রোগিদের মেজাজ খিটখিটে হয়ে যায়,শরীর অস্থির লাগে,ক্লান্তি অনুভব করেন ও চোখে ঝাপসা দেখেন।

কিন্তু সমস্যা হল সব রোগীদের এ সব উপসর্গ থাকে না।তাদেরকে রক্ত পরীক্ষা না করে বুঝার উপায় নেই যে তাদের ডায়াবেটিস আছে।তার মানে ডায়াবেটিস মানে কেবল উপসর্গ নয় কিছু সংখ্যাও।তার অর্থ শারিরিক উপসর্গ নাই আপাত সুস্থ কিন্তু যদি রিপোর্টে ডায়াবেটিস প্রতীয়মান হয় তবে তাকে ডায়াবেটিস এর খাদ্য ও জীবন প্রণালী এবং ওষুধ চালিয়ে যেতে হবে।

কারা ডায়াবেটিস পরীক্ষা করাবেনঃ

১। যাদের উপরের উপসর্গ আছে

২। উপসর্গ না থাকলেও যাদের বয়স ৪০বছর বা বেশী।

৩। যাদের পরিবারে ডায়াবেটিস রোগী আছে।

৪। যাদের উচ্চ রক্তচাপ আছে।

৫। যাদের কিডনী রোগ আছে।

৬। কোন সার্জারী / অপারেশনের পূর্বে

৭। যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল।

৮। যাদের রক্তে চর্বি বেশী।যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আছে।

৯। স্থুলকায় শিশু

১০। যাদের আগে থেকেই Pre Diabetes বা প্রাক ডায়াবেটিস আছে।