করোনাভাইরাস কি কিডনি আক্রান্ত করে?

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ মূলত শ্বাসতন্ত্রের রোগ। কিন্তু এটি কিডনি তো বটেই, কিডনি ছাড়াও হার্ট, স্নায়ু, খাদ্যনালী—এসব অঙ্গকেও আক্রান্ত করে। এটি এ ভাইরাসের একটি জটিল দিকও বটে।

করোনাভাইরাস সাধারণত জ্বর, কাশি, মাংসপেশীর ব্যথা—এসব উপসর্গ নিয়ে হাজির হয়। সর্দি ও কফসহ কাশি কোভিডে বিরল। তবে একটি গবেষণায় কোভিড আক্রান্ত শিশুদের বেলায় এ উপসর্গ দেখা গেছে।

পরীক্ষা-নিরীক্ষার আগে ডাক্তারের পক্ষে বলা মুশকিল যে, এটি করোনাভাইরাস সংক্রমণ কী-না। বলা যায়, চিকিৎসকদের জন্য রোগ নির্ণয় সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ আছে। কাশির পাশাপাশি রোগীর আক্রান্ত এলাকায় ভ্রমণ বা কোভিড রোগীদের সাথে সংস্পর্শের ইতিহাস আছে কী-না, তা-ও গুরুত্বের সাথে তাদের বিবেচনায় নিতে হয়।

করোনাভাইরাসের সংক্রমণে কিডনি কীভাবে আক্রান্ত হয়, তা নিয়ে গবেষকরা পুরোপুরি নিশ্চিত নন। সম্ভবত এ কারণে যে, এটি একটি নতুন ভাইরাস। ফলে একে নিয়ে সামনে বিস্তর গবেষণা চলবে। কোভিড-১৯ এর কারণে কিডনি আক্রান্ত হলে বিছানায় পূর্ণ বিশ্রাম, পর্যাপ্ত পুষ্টিকর খাবার, রক্তচাপ নিয়ন্ত্রণ, প্রয়োজনে অক্সিজেন দেওয়া লাগতে পারে। করোনার সাথে যাতে অন্য কোনো নিউমোনিয়ার সংক্রমণ না হয়, সে জন্যও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ক্ষেত্রবিশেষে ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে।

এন্টিভাইরাল চিকিৎসা, স্টেরয়েড ইত্যাদি নিয়ে করোনা গোত্রেরই আরেক ভাইরাস সার্স’র ওপর গবেষণা হয়েছে। কিন্তু কার্যকারিতা প্রমাণিত হয়নি।

কিডনি রোগ থাকলে কি করোনাভাইরাসের ঝুঁকি বাড়ে? শুধু কিডনি রোগ নয়, ডায়াবেটিস, রক্তরোগ, ক্যান্সার অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম, করোনা প্রাদুর্ভাব আক্রান্ত এলাকায় তাদের সবাইকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

Link : https://www.jagonews24.com/feature/article/564678