উচ্চ রক্তচাপ বনাম “শাদা কোট উচ্চ রক্তচাপ” এবং “মুখোশধারী উচ্চ রক্তচাপ”
বাসাতে আপনার ব্লাড প্রেসার বা রক্তচাপ স্বাভাবিক এবং যতবার মাপেন ততবার ই স্বাভাবিক কিন্তু ডাক্তারের চেম্বারে আসলেই প্রেসার বেড়ে যায়।আপনার ডাক্তার হয়তো সিরিয়াস ভাবে আপনাকে প্রেসারের নিয়ন কানুন ও ওষুধ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন।কিন্তু বাধ সাধলো ওই বাসাতে তৈরি করা প্রেসারের চার্ট।গবেষণা বলেছে শতকরা ১০ থেকে ৩০ ভাগ আপাত সুস্থ মানুষের এই সমস্যা থাকতে পারে। অর্থাৎ আদতে উচ্চ রক্তচাপ এর রোগী নন কিন্তু ডাক্তার দেখাতে গেলে প্রেসার বেড়ে যায়, ডাক্তারীতে একে বলা হয় White Coat Hypertension বা শাদা কোট উচ্চ রক্তচাপ।চিকিৎসককে এখানে যথেষ্ট চিন্তাশক্তি খাটাতে হয়।আপনার আগে থেকে ই এ সমস্যা সম্পর্কে জানা থাকলে আপনার চিকিৎসক এর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন।তাদের জন্য প্রেসারের ওষুধ প্রযোজ্য নয়।
Masked Hypertension বা মুখোশধারী উচ্চ রক্তচাপ শাদা কোট উচ্চ রক্ত চাপ এর বিপরীত।রাতে বাসায় ঘুমের মধ্যে বা অন্যান্য সময়ে ব্লাড প্রেসার বাড়ে কিন্তু ডাক্তারের চেম্বারে স্বাভাবিক রক্তচাপ থাকে।বিপদটা হল প্রেসার নেই ভেবে আপনি খুশী মনে বাড়ি চলে যাবেন অথচ আপনি অনিয়ন্ত্রিত উচ্চ রক্ত চাপ এর রোগী।সাধারণত ১০ থেকে ১৫ ভাগ রোগীদের মধ্যে এ উপসর্গ দেখা যায়।
বাড়িতে সঠিক ভাবে ব্লাড প্রেসার মেপে চার্ট তৈরী করে এ সমস্যা দুটির সমাধান করা যায়।এ ছাড়াও ২৪ ঘন্টার রক্তচাপ মাপার মেশিন 24H ABP দিয়েও এ সমস্যা দুটি শনাক্ত করা যায়।ঢাকার বাইরে পরীক্ষাটি সহজলভ্য নয়।